গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাল্যবিয়ে প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থীদের নিয়ে বিগ্রেড কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট বিগ্রেড কমিটি গঠনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন ইউএনও ফারহানা করিম।

শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ, চান্দের সাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাকসহ স্কুলের সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় ইউএনও ফারহানা করিম বলেন এ বিগ্রেড কমিটির কাজ হলো যেখানে বাল্যবিয়ের খবর পাবে তাৎক্ষণিক তা প্রশাসন অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে জানানো। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে কমিটির সদস্যদের সহায়ক ভূমিকা পালন করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম বলেন বাল্যবিয়ে প্রতিরোধে ২নং গৌরীপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি বিগ্রেড কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে এ উপজেলার সকল ইউনিয়নে উক্ত কমিটি গঠন করা হবে।

(এসআইএম/এসপি/জুন ২৮, ২০১৮)