কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়ার আলোচিত শিশু দেব দত্তের পরিবারকে সান্তনা দিতে দেবের বাড়ীতে যান মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। আজ বৃহস্পতিবার সকালে কামারুল আরেফিন চিথলিয়াস্থ দেবের বাড়ীতে যান।

এসময় উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা। পরে তারা দেবের শোক সন্তোপ্ত পরিবারকে সমাবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত (৯ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র দেব দত্ত (৯) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর অপহরণকারীরা দেবকে অপহরণ করে ফোন করে পরিবারের কাছে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে। এ ঘটনায় পুলিশ নাঈম ও জোয়ারকে আটক করে। তাদের
স্বীকারোক্তিনুযায়ী সোমবার (২৫ জুন) দুপুরে পুলিশ নাঈমের বাড়ির শৌচাগোরের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

(কেকে/এসপি/জুন ২৮, ২০১৮)