স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৪ বছর পরে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তাই প্রতিবেশী দেশ ব্রাজিলে পাড়ি জমিয়েছে হাজারো আর্জেন্টাইন সমর্থক। আজ এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করছেন বিশ্বকাপের আয়োজকরা।

যদিও নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই ব্রাজিল সরকারের। নিরাপত্তার জন্য ফাইনালে থাকবে ২৬ হাজার পুলিশ ও সেনা। এই নিরাপত্তাকর্মী নিয়েই সুষ্ঠুভাবে বিশ্বকাপের ফাইনাল সামলানো যাবে বলে মনে করছেন আয়োজকরা।

ব্রাজিলের আইনমন্ত্রী জানিয়েছেন, ‘ফাইনালে নিরাপত্তার জন্য সঠিক পরিকল্পনা করছি আমরা। এরপর আর নিরাপত্তাকর্মী বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।' এরপর মজা করে জার্মানি ম্যাচের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘ আমরা মাঠের খেলায় হেরেছি কিন্তু মাঠের বাইরের খেলায় জিতেছি এবং গোটা বিশ্ব আমাদের প্রশংসা করছে।’

বিশ্বকাপের আগে কখনো স্টেডিয়াম আবার কখনো নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। যদিও এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এবার ফাইনালেও পাস করে যেতে চাইছে ব্রাজিল।

(ওএস/এস/জুলাই ১৩, ২০১৪)