পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা পৌরসভায় বৃহস্পতিবার ২৮ জুন সকাল ১১টার দিকে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৬৩ কোটি ৮১ লাখ ৪৫ হাজার ৬৪২ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। 

বাজেট অধিবেশনের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের আন্তরিক প্রচেষ্টায় পাংশা পৌরসভায় বিদ্যুত, বিশুদ্ধ পানি সরবরাহ, বিভিন্ন সড়ক মেরামত, পাংশা বাজার সিসি ক্যামেরার আওতায় আনা, পৌরসভার মধ্যে চন্দনা নদীতে ৪টি পয়েন্টে ব্রিজ নির্মাণ, পাংশা পুরাতন বাজার উন্নয়ন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সড়কে ও মসজিদে লাইটিং করাসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র উল্লেখ করেন তিনি।

বাজেট অধিবেশনে পৌরসভার সচিব মোঃ সিদ্দিক আলী খান, সহকারী প্রকৌশলী এ.কে.এম শরীফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আজিবর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, কাউন্সিলর রইচ উদ্দিন খান, মোতালেব হোসেন মোল্লা, লাবলু বিশ্বাস, গোবিন্দ কুন্ডু, আব্দুল আলীম মুন্সী, বাদশা মন্ডল, আবুল হোসেন শেখ, আব্দুল ওয়াহাব সরদার, মমতাজ বেগম, রাশিদা ইয়াসমীন ও দূর্গা রানী পাল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

(এমএইচ/এসপি/জুন ২৯, ২০১৮)