পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বৃহস্পতিবার ২৮ জুন দুপুরে নিজ কার্যালয়ে মৈশালা ও পারনারায়নপুর এলাকার শিশু কিশোরদের মাঝে পৃথকভাবে ফুটবল বিতরণ করেন।

ফুটবল বিতরণকালে শিশু কিশোর ছেলেদেরকে নিয়মিত স্কুলে যাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে থাকা, পিতা-মাতার আদেশ নিষেধ পালন করা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করা এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।

তিনি বলেন, শিশু কিশোর বয়স থেকেই যদি নিয়মানুবর্তিতার মধ্যে লালন-পালন করা যায় তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই ওরা সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে।

মেয়র মাসুদ বিশ্বাস আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ওদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। বিশেষ করে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করলে মাদক ওদেরকে স্পর্শ করতে পারবে না। এ কারণেই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অনুপ্রাণিত করতে ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


(এমএইচ/এসপি/জুন ২৯, ২০১৮)