স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর শহর থেকে ১৪ লাখ ৮৯ হাজার টাকা লুটের সাথে জড়িত ৪ জনকে ডিবি পুলিশ আটক করে লুটের প্রায় ৯ লাখ টাকা উদ্ধার করেছে। শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সুত্র ধরে জড়িতদের আটক ও টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, ঈদের আগে ১৪ জুন বাহাদুর বাজার জনতা ব্যাংক থেকে বিরল পৌরসভার কাউন্সিলর শমসের আলী ১৪ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করে। ব্যাংক থেকে বের হয়ে মোটর সাইকেলের পিছনে ক্যারিয়ারে রেখে মোটর সাইকেলটি বের করার সময় ওই চক্রটি টাকার ব্যাগ নিয়ে সটকে পড়ে। টাকার মালিক মোটর সাইকেলে উঠার সময় দেখে তার টাকার ব্যাগ নেই।

কোতয়ালী থানায় এবিষয়ে মামলা করলে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং অন্যান্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আটক করে এবং টাকা উদ্ধারে সমর্থ হয়।

আটককৃতরা হচ্ছে মোকসেদুল, ছাত্তার, শফিকুল ও আমিনুল। এদের বাড়ি অন্য জেলায় হলেও তারা সকলেই দিনাজপুরে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।

(এসএএস/এসপি/জুন ২৯, ২০১৮)