নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারের কেতকীবাড়ি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর কেতকিবাড়ি গুয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে গুয়াবাড়ি গ্রামে শামসুল ইসলাম তার দখলে থাকা জমিতে কাজ করতে গেলে প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার লোকজন বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এতে আবু তালেব (৪০), মিস্টার ফারুক (২৭), বেগম (৩৮) ও রেয়াজুল ইসলামসহ (৪৫) উভয়পক্ষের কমপেক্ষ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওতায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, ঘটনায় জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)