কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালে বিনা চিকিৎসায় নিহারুন নেছা (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সফর আলী ভেড়ামারার একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনে ব্যস্ত থাকায় বিনা চিকিৎসায় নিহারুন নেছার মৃত্যু হয়।। শনিবার রাত পৌনে ৯টার দিকে ওই রোগী চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী হাসান আলী জানান, উপজেলার মশাউড়া গ্রামের লিয়াকত আলী মলিথার স্ত্রী নিহারুন নেছা বুকে ব্যাথা নিয়ে ৮টার দিকে দৌলতপুর হাসপাতালে আসলে জরুরী বিভাগে তার রেজিষ্ট্রেশন করা হয় যার নং ২৩৮/৩৬।
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় রোগীর লোকজন ক্ষোভে ফেটে পড়লেও ডা. সফর আলী তাদের কোন খোঁজ খবর নেয়নি।
উল্লেখ্য, ডা. সফর আলীর অবহেলায় মুক্তিযোদ্ধাসহ অসংখ্য রোগীর মৃত্যুর ঘটনা ঘটলেও তার বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহন করা না হওয়ায় সে বেপরোয়া হয়ে উঠেছে।
ভূক্তভোগীরা বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছে।
(কেকে/এএস/জুলাই ১৩, ২০১৪)