বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি ও বনায়ন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

ধর্ম বিষায়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে শনিবার বিকালে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে জেলার ২৫ জন পুরোহিতের হাতে প্রশিক্ষন শেষে সনদপত্র তুলে দেয়া হয়।

দেশের হিন্দু ধর্মীয় পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরন কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষন কর্মকর্তা কানাই লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. আলতাফ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরণ করেন, বাগেরহাট ক্যাবের সভাপতি বাবুল সরদার ও বাগেরহাট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন বিশ্বাস।

(এসএকে/এসপি/ জুন ৩০, ২০১৮)