কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : হৃদয়ের গভীর ভালবাসা ও প্রাণের উচ্ছাসে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের এক বছরের পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী জাহানারা রোজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের কাকশ্রী নূরুল উলুম ডি.এস আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দুয়া উপজেলা জামে মসজিদের ইমাম মো: মোনায়েম খন্দকার, আয়েশা সালাম ভূঞা একাডেমির প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম ভূঞা সবুজ, কেন্দুয়া ডিগ্রী কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান ভূঞা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আহম্মেদ ঝান্টু, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, ঝংকার শিল্পী গোষ্ঠির সভাপতি গীতিকার মো: ফজলুর রহমান, কাজী মো: ফজলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আইন উপদেষ্ঠা ও কার্য নির্বাহী সদস্য এডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ খান, ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক ইকরা পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম মহসীন, ৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবুল খান, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা কবি নূরুল ইসলাম ফারুকি, জনপ্রিয় পত্রিকার সাংবাদিক সাব্বির আহমেদ খান (অয়ন), বাউল শিল্পী মুকুল সরকার, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লুৎফুর রহমান হৃদয়, ব্যবসায়ী আব্দুল কাদির সহ আরো অনেকেই।

উল্লেখ্য, ‘সত্য ও ন্যায়ের পথ ধরে আমাদের পথ চলা’ এ শ্লোগানকে সামনে তুলে ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে গত বছর ৩০ জুন সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার নেতৃত্বে এক ঝাঁক সাংবাদিকের সমন্বয়ে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের যাত্রা শুরু। প্রতিষ্ঠার এক বছর পুর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার অতিথিদের বিদায়ী শুভেচ্ছা জানান।

(এসবি/এসপি/ জুন ৩০, ২০১৮)