জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেইলি ইনডিপেনডেন্টের প্রতিনিধি জনি আলম ও সাধারণ সম্পাদক পদে দিনকালের মামুনুর রশিদ সৈকত জয়ী হয়েছেন। শনিবার দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ সংগঠনটির কার্যালয়ে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা যায়, মোট ৯টি পদের নির্বাচনে অন্যান্য পদে জয়ী প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে নাজমুস সাকিব রাফসান (ডেইলি স্টার), যুগ্ম সম্পাদক পদে বেলাল হোসাইন রাহাত (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ পদে সৈয়দ এলতেফাত হোসাইন (বাসস), দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হাসান (মানবজমিন)। এ ছাড়াও সদস্য পদে ফাহিমা তুজ জোহরা (দৈনিক বর্তমান), মওদুদ আহমেদ সুজন (ডেইলি সান) ও শরীফুল কবির শামীম (ডেইলি অবজারভার) জয়ী হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৮ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৪৫ জন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সদ্যবিদায়ী সভাপতি কামরান সিদ্দীকী জানান, ১৪ জুলাই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম ও গেস্ট অব অনার হিসেবে বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ থাকবেন বলে সম্মতি দিয়েছেন।

(ওএস/এস/জুলাই ১৩, ২০১৪)