নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার নতুন স্থাপিত বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের পাঠ্য কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। 

এ উপলক্ষে ১ জুলাই মহাবিদ্যালয়ের আয়োজনে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী নানান কর্মসুচীর মধ্যদিয়ে নবীন বরণও পালন করা হয়।

মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ খাঁন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মোঃ শামসুল আলম।

নবীন বরণ ও পাঠ্য কার্যক্রম শুরুর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খাঁন (সোহাগ), আশরাফ আলী লিটু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল আলম, বিশিষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খাঁন এর মাতা স্বর্নাগর্ভা মোসাঃ রিজিয়া রশীদ খান, নারী আন্দোলনের নেত্রী আসমা খানম মুক্তা, সাংবাদিক সাইফুল ইসলাম ফারুক, মুক্তিযোদ্বা শাহাদাৎ হোসেন বাদশা, মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তামিম মোল্যা, মমিন মোল্যা, রোকেয়া আক্তার ও নাজমা আক্তার।

বক্তারা মহাবিদ্যালয়ের সাফল্যও দীর্ঘ পথ চলা কামনা করেন। এসময় অতিথিবৃন্দ মহাবিদ্যালয়ের প্রথম ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।

(এনএস/এসপি/জুলাই ০১, ২০১৮)