বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে চাষীদের মাঝে বিনামূল্যে উফশী জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রামপাল উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন।

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দীপক কুমার রায়, রামপাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হোসনেয়ারা মিলি রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত প্রমুখ।

বক্তরা বলেন, উপকূলীয় উপজেলা রামপালের যে জমিতে স্থানীয় জাতের লাল মোটা ও সাদা মোটা ধানের আবাদ করা হতো সেখানে উফশী জাতের ব্রি ধান ৭৬ ও ব্রি ৭৭ ধান আবাদ করলে ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পবে। কৃষি মন্ত্রীর নির্দেশনায় জাত সম্প্রসারনের লক্ষ্যে রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে এই বীজ বিতরণ করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৮০ জন কৃষকের মাঝে ৪০০ কেজি বীজ বিতরণ করা হয়।

(এসএকে/এসপি/জুলাই ০২, ২০১৮)