টাঙ্গাইল প্রতিনিধি : শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টিআর/কাবিটা প্রকল্পের আওতায় প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়নের জন্য টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রায় ৫’শ জনের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনের এমপি আলহাজ¦ হাসান ইমাম খান সোহেল হাজারী।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে কালিহাতী উপজেলায় ১১’শ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। স্বাধীনতার পরবর্তী ৩৬ বছরেও কালিহাতী উপজেলায় যে উন্নয়ন হয়নি শেখ হাসিনার সাড়ে ৯ বছরে সেই উন্নয়ন হয়েছে। উন্নয়নের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট প্রার্থনা করলেন এমপি।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহিনা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা যুব লীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন সরকার।


(আরকেপি/এসপি/জুলাই ০২, ২০১৮)