ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : পলাশবাড়ীতে চলতি মৌসুমে রোপিত পুরিকচু বাম্পার ফলন হয়েছে। অপ্রত্যাশিত প্রাকৃতিক কোন দূর্যোগ দেখা না দিলে নিশ্চিত লাভজনক হবে বলে আশা করা যায়।

নানা ফসলের ভিঁড়ে বৈ-কচু (পূরিকচু) পরিচিত একটি নাম। আমাদদের প্রতিদিনের আহারের সাথে প্রয়োজনীয় তরিতরকারির (সব্জি) মধ্যে কচু একটি অপরিহার্য শস্য। ০৩ মাসের ফসল কচু এখন প্রায় উঠতির দিকে। সম্ভাব্য আর ১০ দিনের মধ্যেই ঘরে উঠবে কচু।

প্রকৃতির বিচিত্র বৈরিতায় বিরাজমান বিরুপ বৈরী আবহাওয়ার নানা দোদুল্যপনার দোলাচলে কৃষক-কৃষানিরা পুন্জিভূত শ্রমের বিপরিতে রোপিত উঠতি ফসলের ভবিষ্যত সফলতার উজ্জল সোনালী স্বপ্নে কৃষকরা মুগ্ধ।

উপজেলার মহদীপুর ইউনিয়নের জালাগাড়ী দূর্গাপুর গ্রামের প্রায় প্রতিটি গৃহস্থ পরিবারেই কচুর উৎপাদন লক্ষনীয়। বাম্পার উৎপাদন ঘরে তোলার আশায় কৃষক-কৃষানিরা একবুক আশা নিয়ে এখন শুধু শেষ দিনের অপেক্ষায়।

(এসআরডি/এসপি/জুলাই ০২, ২০১৮)