লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউট কার্যক্রম পরিচালিত হওয়ায় লালপুর কে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করেছেন নাটোর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার সভাপতি শাহিনা খাতুন।

সোমবার (০২ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও স্কাউট লালপুর শাখার আয়োজনে লালপুর উপজেলা বিআরডিবি হলরুম চত্বরে অনুষ্টিত হয় স্কাউট সমাবেশে ।

প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার সভাপতি শাহিনা খাতুন তার বক্তব্যে বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে দরকার সোনার মানুষ। স্কাউটের মাধ্যমে গড়ে তোলা যায় সোনার মানুষ। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সহায়তা করার লক্ষ্যে নাটোর জেলার দ্বিতীয় লালপুর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসাবে ঘোষণা করেন তিনি।’

স্কাউট সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট নাটোর জেলা শাখার কমিশনার এনামুল হক, লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার পারুল, নাটোর জেলা মাধ্যামিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, সহকারী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুর জামান, প্রাথমিক শিক্ষা অফিসার ইয়াকুব আলী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও লালপুর উপজেলার ১১২ টি প্রাথমিক, ৫৬ টি উচ্চ মাধ্যামিক ও ১৪ টি মাদ্রাসায় স্কাউট কার্যক্রম চালু রয়েছে।

(এমএইচ/এসপি/জুলাই ০২, ২০১৮)