সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর আশ্রয়ন প্রকল্পের মাটিকাটা কাজের ৬০ মেট্রিক টন খাদ্য শস্য ফেরত গেল। বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় এবং একটি মামলা সংক্রান্ত জটিলতার কারণে মাটি কাটার কাজটি আর এগুতে পারছিলনা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, মামলা মোকদ্দমার জটিলতা ও অতিবৃষ্টির কারণে আশ্রয়ন প্রকল্পে মাটি কাটার কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, এ কারণেই ৬০ মেট্রিক টন খাদ্যশস্য ফেরত পাঠানো হয়েছে।

পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী বলেন, মামলা সংক্রান্ত জটিলতা ও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মাটিকাটার কাজ চালানো সম্ভব হচ্ছিলনা। এ জন্য ৬০ মেট্রিক টন খাদ্যশস্য ফেরত দেয়া হয়েছে। শুকনা মৌসুম শুরু হলে আবার কাজ শুরু করার আশা করেন তিনি।

(এসবি/এসপি/জুলাই ০২, ২০১৮)