ধামরাই (ঢাকা) প্রতিনিধি : অপ্রতিরোদ্ধ দেশের অগ্রযাত্রা,ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুর বারটায় ধামরাইয়ে তিন দিন ব্যাপী ফল ও  বৃক্ষ মেলার উদ্ধোধন করেন ঢাকা বিশ আসন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক।আগামী ৫ জুলাই শেষ হবে এই মেলার।

মঙ্গলবার দুপুর বারটায় কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ধামরাই উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণঢ্য র‌্যালী বেক করে। উপজেলা চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ করে।

পরে দুপুর সাড়ে বারটায় ধামরাই উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনব্যাপী বৃক্ষমেলা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি লাল ফিতা কেটে উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা এম এ মালেক। উদ্ধোধন শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এর পর উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলার ইউএনও আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এমএ মালেক। বিশেষ স্বাাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লৎফর হরমান সিকদার। আরো বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা রিনাৎ ফৌজিয়,মহিলার বিষয়ক কর্মকর্তা সেলিনা খানমকৃষি বিদ দুলাল চন্দ্র সরকার প্রমুখ।

পরে প্রধান অতিথি এমপি আলহাজ্ব এমএ মালেক বিভিন্ন প্রতিষ্ঠান,কৃষক ও ব্যক্তিদের হাতে বিনামূল্যে ১ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা তুলে দেন।

(ডিসিপি/এসপি/জুলাই ০৩, ২০১৮)