সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে । এ সড়কটি ফোর লেনে উন্নীত করণের জন্য ইতিমধ্যে ১৬২ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।

সড়কটি ফোর লেনে উন্নীত করণ হলে সিরাজগঞ্জের সঙ্গে হাটিকুমরুল-বনপাড়া, পাবনা-নগরবাড়ি-বগুড়ারসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। ঢাকা-উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের গতি বাড়ার পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহার করা যাবে।

সড়কটি ফোর লেনে উন্নীত করা হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কসহ সিরাজগঞ্জ শহর যানজট মুক্ত হবে। সেই সাথে এই সড়ক দিয়ে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের মালামাল নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সহজতর হবে। এতে সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করছেন সিরাজগঞ্জের ব্যবসায়ী মহল।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত ২২ কিলোমিটার এ সড়কটি ফোর লেনে উন্নীত করার জন্য পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটি পাশ হয়ে ইতিমধ্যে ১৬২ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পর সরকারী বিধি মোতাবেক দরপত্র আহবান করা হয়।

দরপত্রে তুর্ণা এন্টারপ্রাইজ ও তমা এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করার জন্য নির্বাচিত হয়। চলতি বছরের গত মে মাসের ২০ তারিখ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি কাজটি শুরু করেছে। সড়ক ও জনপথ বিভাগ জানায় ইতিমধ্যে ১০ শতাংশ কাজ শেষ হয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত প্রায় ৫ শতাধিক যানবাহন চলাচল করে। এই সড়কের দুপাশে সুতাকল, পাটকল, সিমেন্ট কারখানা, বিসিক শিল্প কারখানাসহ ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে । কিন্তু সড়কটি নিম্নমানের হওয়ায় মালামাল পরিবহণে ঝুঁকি নিয়ে চলতে হয় ।

এরই পরিপ্রেক্ষিতে এই সড়কটির যথাযথ মান ও প্রশস্থত উন্নীতকরণ হলে এই সড়ক দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করতে পারবে। প্রকল্পটিতে প্রায় দুইশত কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে । সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংলড়ি মালিক গ্রুপের সভাপতি নূর কায়েম সবুজ জানান, আঞ্চলিক সড়কগুলোতে ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

মুলিবাড়ি রেলক্রসিং থেকে সিরাজগঞ্জ শহর হয়ে নলকা পর্যন্ত আঞ্চলিক সড়কটি ফোর লেনে উন্নীত করণ হলে যানজট অনেকটাই কমে যাবে। পাশাপাশি সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্যেও প্রসার ঘটবে।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সূর্য্য বলেন, সিরাজগঞ্জে শিল্পপার্কের কাজ চলছে। এ সড়কটি ফোর লেনে উন্নীতকরণ হলে সিরাজগঞ্জ শহর যানজট মুক্ত হবে এবং সেই সাথে এ সড়ক দিয়ে বিসিক শিল্পপার্কসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মালামাল পরিবহণ অনেক সহজ হবে।

এবিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ জানান, ফোর লেনে উন্নীতকরণ কাজটি দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে ১০ শতাংশ কাজ শেষ হয়েছে।

বাকী কাজ প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুনের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক।

এ সড়কটি ফোর লেনে উন্নীতকরণ হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জ শহর যানজট মুক্ত হবে। অপরদিকে ঢাকা-উত্তরাঞ্চলের পণ্য পরিবহনের গতি বাড়ার পাশাপাশি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট সৃষ্টি হলে বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহার করা যাবে বলেও তিনি উল্লেখ করেন।

(এমএএম/এসপি/জুলাই ০৩, ২০১৮)