বরগুনা প্রতিনিধি : বরগুনায় মৎস্য আড়ৎদারদের হামলা ও জুলুমের প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনা মাছ পাইকারী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা। শনিবার সকাল ১০ টায় বরগুনা মাছবাজার সংলগ্ন সদর রোডে দীর্ঘ এ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে মাছ পাইকারী ব্যবসায়ীরা।

দীর্ঘদিন থেকে বরগুনা মাছ বাজারের মৎস্য আড়ৎদাররা মাছ বাজারের চারপাশে অবৈধ ঘর তুলিয়া ভাড়া আদায় করিতেছে এবং আড়ৎদারদের নির্দিষ্ট লোক প্রত্যেক মাছ পাইকার থেকে মাছ ডাক দেওয়ার পরে খাবারের কথা বলে পছন্দ মত মাছ রেখে দেয়। এ ব্যাপারে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনীর কাছে অবৈধ মাছ রাখার ব্যাপারে প্রতিকার চাইলে তাদের হস্তক্ষেপে মাছ রাখা কিছু দিন বন্ধ থাকে। পরবর্তীতে পুনরায় মাছ রাখা শুরু হলে মাছ পাইকারী সমবায় সমিতির সদস্য হালিম ও হাসান এর প্রতিবাদ করলে আড়ৎদারদের লোক শাহাদাত তাদের মারধর করে। পরে স্থানীয় সালিশীতে জাহাঙ্গীর ও ইদ্রিস শাহাদাতের বিপক্ষে স্বাক্ষী দিলে শুক্রবার সন্ধ্যায় নেছার, কালু, শাহাদাতসহ অজ্ঞাতনামা তিন সন্ত্রাসী মিলে জাহাঙ্গীর ও ইদ্রিসকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে ইদ্রিস কে গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে, বরগুনা সদর থানায় একটি সাধারন ডায়রী করা হয় । এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরগুনা মাছ বাজারে মাছ পাইকার বহুমূখী সমবায় সমিতির সকল সদস্যরা মাছ বিক্রি বন্ধ রাখে।
এ ব্যাপারে বরগুনা মাছ পাইকারী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রফিক সওদাগর বলেন, দীর্ঘদিন ধরে আড়ৎদারদের জুলুম অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাদের এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং আমাদের ন্যায্য অধিকারের আন্দোলন চালিয়ে যাবো।
তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে আমি তাদের আন্দোলনের সাথে একমত। তবে কিছু আড়ৎদারদের জন্য মাছ বাজারে টুকিটাকি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে,এমনটি বললেন আড়ৎদার সমিতির সভাপতি মো. জহিরুল হক পনু।
(এসএ/এএস/জুলাই ১৩, ২০১৪)