গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ  সড়কে সদর উপজেলার তরফকাল এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি দ্রুতগামী ট্রাকটর(কাঁকড়া নামে পরিচিত) যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে চালকসহ দু’জন আহত হয়।

দুমড়ে মুচরে যাওয়া অটোর চালক জহুরুল ইসলাম(২৫) কে মুমুর্ষু অবস্থায় গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত যাত্রী আলমগীর মিয়া (৩৫)কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পরে বিক্ষুব্ধ এলাকারাসী ট্রাকটরটিকে আটক করে সড়কের ওপর আগুন জালিয়ে দেয় এবং প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজার থেকে যাত্রী নিযে অটোরিক্সাটি গাইবান্ধা জেলা শহরের দিকে রওনা হয়।


(এইচআইবি/অ/জুলাই ১২, ২০১৪)