নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজারে রবিবার ভোরে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সদর উপজেলার চল্লিশা বাজারের তিতাস মার্কেটের আলমগীরের কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে করে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মা টেলিকম, সুমন স্টোর ও ধানের গোদামসহ মার্কেটের ১০টি দোকান আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের কমপক্ষে ৭০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে মার্কেটের দোকানীরা নিঃস্ব হয়ে পড়েছেন।
নেত্রকোনা ফায়ার স্টেশন মাস্টার মোমোন মোর্শেদ জানান, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।
(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৪)