কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর কাপাসিয়া বাজারে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মাকছুদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুেরর সহকারী পরিচালক রিনা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুেরর সহকারী পরিচালক রিনা বেগম বলেন, ভেজাল পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মোড়কে মেয়াদ ও মূল্য তালিকা উল্লেখ না থাকায় অনুমোদনহীন বিদেশী এনার্জি ড্রিংক রাখা এবং খাবার যথাযত রকাষনা বেক্ষন না করার দায়ে, নিউ জয়া কনফেকশনারির স্বত্তাধিকারী স্বপন দাসকে ১০ হাজার টাকা, মোল্লা কনফেকশনারির স্বত্তাধিকারী দীপ্ত মোল্লাকে ১০ হাজার টাকা, মুসলিম সুইট মিটের স্বত্তাধিকারী খোরশেদ আলমকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ঘরের স্বত্তাধিকারী প্রদীপ দাসকে ১০ হাজার টাকা, লিপু স্টোরের স্বত্তাধিকারী প্রদুল বর্মণকে ১০ হাজার টাকা এবং বনিক স্টোরের স্বত্তাধিকারী সত্য বনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কাপাসিয়া থানার এ এস আই সুমনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এদিকে ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে কাপাসিয়া বাজারের সকল ফল ব্যবসায়ী দোকান বন্দ করে পালিয়ে যায়।

(এসকেডি/এসপি/জুলাই ০৫, ২০১৮)