গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০১৮-১৯ ইং অর্থ বছরে ৫৩ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) পৌরসভার সভাকক্ষে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে উক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ২০ টাকা এবং উদ্বৃত্ত রয়েছে ২৫ লক্ষ ৯৩ হাজার ১৬০ টাকা। 

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী গৌরীপুর পৌরসভাকে আধুনিক পৌর নগরী হিসাবে গড়ে তোলেতে সৌন্দর্যবর্ধন, জলবাদ্ধতা নিরসন, প্রধান ও শাখা সড়কগুলো সংস্কার-মেরামত, বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ, ড্রেন ও কালভার্ট নির্মাণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও পৌর শহরকে সুন্দর ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস.এম আলী আহাম্মদ খান, শিউলী চৌধুরী, পৌর মহিলা কাউন্সিলর দিলুয়ারা আক্তার, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নুরুল ইসলাম, ইমরান মুন্সী, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, কর নির্ধারক শ্যামল চন্দ্র সরকার, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।

(এসআইএম/এসপি/জুলাই ০৫, ২০১৮)