শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে পল্লী চিকিৎসক শশাঙ্ক ওঝাঁর চেম্বারে সন্ত্রাসীদের হামলায় চিকিৎসক ও তার মা-বোনসহ ৪ জন আহত হয়েছেন। 

বুধবার রাতে চিতলমারী উপজেলা সদরে পল্লী চিকিৎসকের চেম্বারে ভাংচুর ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহদেও রাতে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক শশাঙ্কে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানান, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। বুধবার হাটের দিন রাতে তিনি এ চাঁদার টাকা দিতে অপরাগত প্রকাশ করলে ঔই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তার চেম্বারে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে চিকিৎসক শশাঙ্ককে (৩৫) পিটিয়ে গুরুতর করে।

এসময়ে চিকিৎসক শশাঙ্ককে চিৎকার শুনতে পেয়ে তার বৃদ্ধ মা শোভা ওঝাঁ (৫৫) ভগ্নিপতি লিক্সন হালদার (৩৩) ও বোন শিক্ষিকা স্মৃতি ঘরামী (৩০) ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। পওে প্রতিবেশিরা ছুটে এসে আহতদের ৪ জনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে চিকিৎসক শশাঙ্কর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার জানান, হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান চলছে। একজন চিকিৎসক ও তার মা-বোনের উপর হামলা চালানো হয়েছে। ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

(এসএকে/এসপি/জুলাই ০৫, ২০১৮)