সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : গৃহনির্মাণ সামগ্রী দুই বান্ডিল ঢেউটিন দিয়ে কেন্দুয়ার বঙ্গবন্ধুর প্রেমিক আব্দুর রাশিদের মুখে হাসি ফুটালেন সমাজ সেবক সাহাবুদ্দিন মিল্কি। সাহাবুদ্দিন মিল্কি (বি.সি.এস ট্রেড ক্যাডার এর উপ-পরিচালক পরিদর্শন অব)।

মিল্কির ব্যক্তিগত তহবিল থেকে দুই বান্ডিল ঢেউটিন, টুইয়া, স্ক্রু, এবং একটি দরজা তৈরির সামগ্রী বৃহস্পতিবার দুপুরে আব্দুর রাশিদের হাতে তুলে দেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও ব্যবসায়ী খাইরুল ইসলাম। গৃহনির্মান সামগ্রী পেয়ে বঙ্গবন্ধুর প্রেমিক আব্দুর রাশিদ খুবই খুশি। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সমাজের অসহায় দুস্থ মানুষের জন্য যে সহযোগিতা সাহাবুদ্দিন মিল্কি করে গেছেন এজন্য তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

সৈয়দ মোশাররফ হোসেন জানান, ইতিমধ্যে সাহাবুদ্দিন মিল্কি প্রায় ১ হাজার দুস্থ গরিব মানুষকে গৃহ নির্মান সামগ্রী দিয়েছেন।

এছাড়া ঈদগাহ মাঠ, কবরস্থান, মসজিদ, মন্দির, চিকিৎসা ও মেয়েদের বিয়ের কাজেও অনেক আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে সাহাবুদ্দিন মিল্কি বলেন, যদি গরিব মানুষের কিছুটা হলেও উপকারে আসে তাতেই তিন খুশি।

(এসবি/এসপি/জুলাই ০৫, ২০১৮)