কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেরার বিভিন্ন স্থানে ছয়টি সেতু কালবার্ট নির্মানে ঠিকাদার নিয়োগে লটারীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা হতে কেইকান্দি রাস্তায় ৪০ ফুট ব্রীজ নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন নেত্রকোনার সুশ্রী রানী সাহা রায়, পাইকুড়া ইউনিয়নের কাউয়ালীকান্দা নওপাড়া মফিজের বাড়ির নিকট সুতি নদীর উপর ৪০ ফুট ব্রীজ নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা উকিলপাড়ার সমিরন চৌধুরী, মোজাফরপুর ইউনিয়নের নয়াপাড়া চারিতলা হালত মিয়ার বাড়ির নিকট খালের উপর ৪০ ব্রীজ নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জের মুশফিকুর রহমান, মোজাফরপুর ইউনিয়নের বাস্তবায়নাধীন বড়তলা এক ও দুই আশ্রয়ন প্রকল্পের খালের উপর ৪০ ফুট ব্রীজ নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন কলমাকান্দার মেসার্স বিশ্বাস ট্রেডার্স।

বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও পাকা রাস্তা হতে ঈদগা মাঠ খালের ওপর ২০ ফুট সেতু নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মেসার্স জাবিন ট্রেডার্স এবং কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মনজাত বাঘমারা রাস্তায় আব্দুর রউফের বাড়ির নিকট খালের ওপর ২০ ফুট সেতু নির্মানে ঠিকাদার নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোক্তার পাড়ার আলভি ইন্টারন্যাশনাল।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৬১২ টাকা ব্যয়ে এসব ব্রীজ সেতুর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে গ্রামীন জনগোষ্ঠির যোগাযোগের ক্ষেত্রে সুন্দর সুযোগ সৃষ্টি হবে।

(এসবি/এসপি/জুলাই ০৫, ২০১৮)