জামালপুর প্রতিনিধি : পাচঁরাস্তা মোড় থেকে শহীদ হারুন সড়ক সংস্কারের দাবি ও পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জনদূর্ভোগে ভুক্তভুগী এলাকাবাসী।

শুক্রবার সকাল ১১টায় শহরের বানাকুড়া মোড়ে ডাঃ আহম্মদ ইউনুসের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ইসমত পাশা, সমাজকর্মী জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোকেট গোলাম মস্তোফা, স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বুলবুল, শিক্ষিকা আনোয়ারা বেগম ও হাজী সোহেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি চলাচলে শোচনীয় অবস্থা। দুই সপ্তাহ ধরে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। কাঁদাপ্যাকে নর্দমা হওয়ার উপক্রম। হেটেও চলাচল করতে পারছিনা। ড্রেনগুলো পরিস্কার না করায় একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে। আমরা নিয়মিত ট্যাক্সভ্যাট পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। র্দীঘদিন ধরে দূর্ভোগ পোহালেও পৌরসভার কাউন্সিলর ও মেয়র সড়কটি সংস্কারে কোনই পদক্ষেপ নিচ্ছেনা। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি নির্মান না হলে পৌরসভা কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম দেন বক্তারা।

মানববন্ধন সঞ্চালনা করেন আব্দুল হালিম রাসেল। মানববন্ধনে ভুক্তভুগী শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

(আরআর/এসপি/জুলাই ০৬, ২০১৮)