বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ জন শিশু আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । আজ শুক্রবার ( ৬ জুলাই) সকাল ৬ টার সময় সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ২৪ জনের বাড়ি নড়াইল, ফরিদপুর, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের উত্তর পাড়ার একটি বাড়িতে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৬২ আর পিলারের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সেখান থেকে ৯ জন পুরুষ, ১০ জন নারী ও ৫ জন শিশুকে আটক করে।

বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার ওমর ফারুক ২৪ জন নারী-পুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

(এসএইচ/এসপি/জুলাই ০৬, ২০১৮)