আমার মনে হয়

শাবানা কাঁদলে মনে হয়
আমার বাংলাদেশ কাঁদে
আনোয়ারা কাঁদলে
মনে হয় আমার
একাত্তরের মা জননী কাঁদে
আনোয়ার হোসেন কাঁদলে মনে হয়
আমার শোকে- দুঃখে
জ্বলে পুড়ে অংগার হওয়া
জীবনে আঘাত- প্রতিজ্ঞাতে
ক্ষয়ে -ক্ষয়ে যাওয়া আমার
প্রোঢ় বাবা কাঁদে
আমি তাঁদের কান্না
শুনতে চাই না আর
দেখতে চাই না
আঝোর ধারায়
ঝর- ঝরে চোখের জল।