দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলার পল্লীতে আব্দুস সামাদ (৩৮) নামে কৃষি খামার শ্রমিককে নৃশংসভাবে হত্যা করেছে আদিবাসীরা। আজ দুপুরে সদর উপজেলার একবারপুর গ্রাম থেকে আব্দুস সামাদের ক্ষতিবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুস সামাদ দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামের মৃত কলিমউদ্দীনের পুত্র। সে নশিপুর পাট বীজ খামারের একজন নিয়মিত শ্রমিক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুস সামাদকে গতরাতে পাশ্ববর্তী একবারপুর গ্রামের আদিবাসী সোম মর্মু, সাগর মর্মু, মাতলা মার্ডি ও মানিক মার্ডিসহ কয়েকজন আদিবাসী বাড়ী উঠানে গাছে বেঁধে বল্লম, তীর ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ জানায়, পরকীয়া ঘটনার কারনেই এই হত্যাকাণ্ড।
আজ বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে পুলিশ হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানায়।
(এটি/এএস/জুলাই ১৩, ২০১৪)