নাগরপুর ( টাংগাইল ) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও পরিবীক্ষন বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা শিক্ষা অফিস শনিবার (৭ জুলাই) সকালে উপজেলার গরীব পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশন অফিসার মিজানুর রহমান, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মো.আলী আহসান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জি এম ফুয়াদ প্রমুখ।

কর্মশালায় বক্তারা কিভাবে শিক্ষক, অভিভাবক ও এস.এম.সি’র সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। এ সময় কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/জুলাই ০৭, ২০১৮)