মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ি থেকে রবিবার ছোট-বড় তিন প্রজাতির শতাধিক বিষধর সাপ উদ্ধার করে এলাকাবাসী। 

এলাকাবাসী, পারিবারিক সূত্রে জানা যায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশে পাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো স্থানীয়দের। স্থানীয় কয়েকজন যুবক সাপের চলাচল লক্ষ করে দেখে রেজাউল করিমের বাসায় সাপের দল বাসা বেধেছে। এরপর রেজাউলের বাসার মেঝের ফ্লোরের একটি অংশ ভাঙ্গা হলে বিষধর সাপগুলোর দিকে চোখ পড়ে স্থানীয়দের। পরে স্থানীয়রা ফ্লোলের আরো কিছু অংশ ভেঙ্গে শতাধিক বিষধর সাপ উদ্ধার করে। পরে সেগুলো মেরে ফেলে স্থানীয়রা।

বাড়ির মালিক রেজাউল করিমের বলেন, ‘আমার বাসায় ভিতরে বিষধর সাপগুলো বাসা বেধেছিল। যা আমি বুঝতেই পারিনি। বিষধর সাপগুলো আমার বাসায় থাকা কোন স্বজনদের কোন ক্ষতি করতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো উদ্ধার করে। এরমধ্যে স্থানীয় ভাষায় কাল জাত, খোইয়া জাত ও গোখড়া সাপ এই তিন প্রজাতির সাপ রয়েছে।’

(এএসএ/এসপি/জুলাই ০৭, ২০১৮)