কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : উপজেলা কৃষি সম্প্রসার বিভাগের উদ্যোগে রোববার দিনব্যাপী ১০০ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ফলন পার্থক্য, বার্মিং কম্পোজ বিষয়ের উপর এবং যে সব কৃষক সিআইজি প্রশিক্ষণ নিয়েছেন তাদের সঙ্গে যেসব কৃষক প্রশিক্ষণ নেননি সেই সব নন সিআইজি কৃষকদের শেয়ারিং প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র জানান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আসাদুজ্জামান, নেত্রকোনার উপ-পরিচালক মো: হাবিবুর রহমান ও অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক মো: রেজাউল ইসলাম রিসোর্স পার্সন হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের ২০০ টাকা করে সম্মানিভাতাও দেয়া হয়েছে।

(এসবি/এসপি/জুলাই ০৭, ২০১৮)