কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় বীরউজুলী আমতলী বাজারে সাগর নামে একটি খাবারের হোটেলে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে গতকাল বিকেলে হোটেলটি শিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। 

মোবাইল কোটের টের পেয়ে এ সময় হোটেল মালিক পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ মাকছুদুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হোটেল সাগরে শিয়ালের মাংশ বিক্রি করা হয়েছিল এরই প্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। টের পেয়ে হোটেল মালিক জাহাঙ্গির পালিয়ে যায়। যার ফলে হোটেল মালিককে কোন প্রকার দন্ড দেয়া সম্ভব হয়নি। তাই হোটেলটি শিলগালা করা হয়েছে। উলেখ্য থাকে যে এই হোটেলে এর আগেও শিয়ালের মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানান, এই মাংস খেলে শরীরের সকল প্রকার বাত ও শরীর ব্যথা নিরাময় হয়। এর জন্য অনেকে শিয়ালের মাংস খেতে এই হোটলে ভীর জমায়। মাংস কেচা কেনার বিষয়টি গোপন থাকলেও গত কিছু দিন থেকে এটা প্রকাশ পায়। পরে প্রশাসনের নজরে এলে প্রশাসন মোবাইল কোট বসিয়ে ওই হোটেল সিলগালা করে দেয়।

(এসকেডি/এসপি/জুলাই ০৯, ২০১৮)