গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রংপুর ঢাকা-মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহণের একটি বাস রাজশাহী যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের অপর একটি বাস রংপুরে যাচ্ছিলো। বাস দুটি কালিতলা এলাকায় পৌঁছিলে হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ দুইজন নিহত হন। এতে দুই বাসে থাকা নারী-পুরুষসহ অন্তত ৪০ জন যাত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার-পাঁচ জনের অবস্থা আশষ্কাজনক। নিহত দুইজনের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, দূর্ঘটনার পর পরেই রংপুর-ঢাকা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দূর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়িয়ে নিলে দুপুর ১টার পর যানচলাচল স্বাভাবিক হয়।

(এসআরডি/এসপি/জুলাই ০৯, ২০১৮)