গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হালখাতার অনুষ্ঠানের একটি হোটেলের খাবার খেয়ে ৩০ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৭ জন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন কালিকাডোবা গ্রামের ছামছুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম(২৭), এমপি পাড়ার মিজু মিয়ার স্ত্রী নাহার(৩১) মেয়ে নওরিন(৭), সাতাইল বাতাইল গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ফারজানা (১৭) ও রাকিব (২২)।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, গত রবিবার রাতে গোবিন্দগঞ্জ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতার অনুষ্ঠানে পৌর শহরের দক্ষিন বাস ষ্ট্যান্ডের বগুড়া বিরিয়ানী হাউজের বিরিয়ানীর প্যাকেট খাবার সরবরাহ করা হয়। ওই খাবারের প্যাকেট তারা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার পর তাদের ঘনঘন পায়খানায় যেতে হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তারা হাসপাতালে ভর্ত্তি হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হলেও শংকামুক্ত।

(এসআরডি/এসপি/জুলাই ০৯, ২০১৮)