গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের রি-মডেলিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সোমবার (৯ জুলাই) বিকেলে গৌরীপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে উক্ত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রি-মডেলিং কাজের ঠিকাদার বাংলাদেশ বেতার শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল আজম বাসার, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধূ ভুষণ দাস, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুযেল, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, জেলা পরিষদের সদস্য এইচ.এম খায়রুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা।

৪টি প্রকল্পের মাধ্যমে গৌরীপুর স্টেশনের রি-মডেলিং কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে। এটি প্রথম পর্বের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজিব, এমপির ব্যক্তিগত সহকারি কামরুজ্জামান কাউছার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মুকতাদির খান তুষার, পৌর কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী ওয়াহেদুল ইসলাম প্রমুখ।

(এসআইএম/এসপি/জুলাই ০৯, ২০১৮)