আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহিরের রিুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ এর ৫৭ (২) ধারায় মামলা দিয়ে হয়রনীর করতে ব্যর্থ হয়ে গৌরনদী মডেল থানায় স্কুল ছাত্রীকে দিয়ে শ্লীলতাহানির দায়ের করা মামলায় সোমবার জহুরুল ইসলামকে অন্তবর্তিকালীন আগাম জামিন মঞ্জুর করেছে আদালত।  

সোমবার সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ শুনানী শেষে ওই বেঞ্চ সাংবাদিক জহুরুল ইসলামকে ৬ সপ্তাহের অন্তবর্তিকালীন আগাম জামিন মঞ্জুর করেন। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম।

স্থানীয় জনগন, সাংবাদিক ও পুলিশ জানান, বরিশালের গৌরনদী উপজেলা কমিটির এক ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষণ ও পরিবারকে হুমকি দিয়ে আটকে রাখার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সর্বত্র আলোচিত হয়। বিষয়টি জানার পরে গৌরনদীতে কর্মরত স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক্স, অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকরা ঘটনার সত্যতা যাচাই করতে ওই বাড়িতে যান।

গত ২৯ জুন স্কুল ছাত্রী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় প্রথম আলোর সাংবাদিক জহিরের নাম উল্লেখসহ বরিশাল থেকে প্রকাশিত সাতটি পত্রিকার সাত সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ এর ৫৭(২) ধারায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি সাধারণ ডায়রীভূক্ত করে পুলিশ সদর দপ্তরের অনুমতি চেয়ে পাঠান।

পুলিশ সদর দপ্তর অনুমতি না দিলে আওয়ামীলীগ নেতার মিশন ব্যর্থ হওয়ায় পরবর্তিতে বুধবার রাত ১টায় হুবহু একই অভিযোগ দিয়ে হয়রানীর উদ্দেশ্যে জহুরুল ইসলামসহ স্থানীয় সাত সাংবাদিককে আসামি করে স্কুল ছাত্রী গৌরনদী মডেল থানায় একটি শ্লীলতাহানির মামলা করেন।

(টিবি/এসপি/জুলাই ১০, ২০১৮)