রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদক সেবন করার অপরাধে মো: ভুট্টু সরদার (৪২) কে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া বিনতে তাবিব এ কারাদন্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো: ভুট্টু সরদার উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামের মৃত তাজেম সরদারের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, ভুট্টু সরদার ত্রিমোহনী বাজারে হেরোইন সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: মাবুদুর রহমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সেবন করা অবস্থায় মঙ্গলবার বেলা ১২টার দিকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভুট্টু সরদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

(এসকেপি/এসপি/জুলাই ১০, ২০১৮)