সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়ে গুরুতর মাথায় ও বুকে আঘাত পাওয়া মেধাবী ছাত্রী সাবিকুন নাহার (২২) উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলবার ঢাকার উদ্দ্যেশে রওনা দিয়েছেন। 

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ সাবিকুন নাহারের মা রাশিদা বেগমের কাছে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউপি চেয়ারম্যন নাসির উদ্দিন, পিআইও তপন কুমার ঘোষ, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সহকারী অধ্যাপক জাকির হোসাইন, প্রভাষক হারুন অর রশিদ, সাংবাদিক সঞ্জিব দাস, সাকিব হাসান প্রমুখ।

এ ছাড়া সাবিকুন নাহারের চিকিৎসার জন্য আরিফুর রহমান টিটু, তপন কুমার ঘোষ, নাসির উদ্দিন, মো: স্বপনসহ আরো অনেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। মঙ্গলবার টাকা পেয়ে উন্নত চিকিৎসার জন্য সাবিকুন নাহারসহ তার পরিবার ঢাকার উদ্দ্যোশে রওনা দিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বাসার সামনে গাছের পেয়ারা ছিড়তে নিষেধ করায় বাকবিতান্ডের এক পর্যায় সাবিকুন নাহারকে একই এলাকার সন্ত্রাসী বেল্লালের নেতৃত্বে ৪/৫ জন বখাটে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত করে।

(এসডি/এসপি/জুলাই ১০, ২০১৮)