আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইন্স-এর নিখোঁজ ফ্লাইট (এমএইচ৩৭০) প্রকৃতপক্ষে কি হয়েছিল তা পুরোটাই জানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এমনটাই দাবি করেছেন মার্কিন লেখক এবং রেডিও উপস্থাপক ড. কেভিন ব্যারেট। ইরানের প্রেস টিভি চ্যানেলকে কেভিন আবারো একথা বলেছেন। এ খবর দিয়েছে বৃটেনের মিরর।

প্রেস টিভি চ্যানেলকে কেভিন বলেন, বিমানটি একেবারে গায়েব হয়ে যেতে পারে না। এমনিতে নিখোঁজ হয়ে যেতে পারে না। তিনি দাবি করেছেন, অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংসে অবস্থিত সিআইএ ঘাঁটি বিমানটির সঙ্গে কি হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে জানে।

কিন্তু মজার বিষয় হলো, মালয়েশিয়ার সরকার তাদের জিজ্ঞাসা করেছে কিন্তু তারা কোন জবাব পায়নি। এটা নিঃসন্দেহে একটি ধামাচাপা দেয়ার এ ঘটনা। বিমানটি শুধু শুধুই পথ পরিবর্তন করে উল্টোদিকে যাবে, এরপর মালদ্বীপের ওপর দেখা যাবে আর বেমালুম গায়েব হয়ে যাবে- এটা চিন্তারও অতীত।

বিমানটির সঙ্গে অদ্ভুত কিছু ঘটেছে বলেও দাবি করেন তিনি।

(ওএস/এটি/এপ্রিল ১৩, ২০১৪)