স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার অফ-স্পিনার সচিত্রা সেনানায়েকেকে নির্বাসিত করলো।

শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়। গত মাসে ইংল্যান্ড সফরে সেনানায়েকের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আইসিসিকে রিপোর্ট জমা দিয়েছিলেন আম্পায়াররা। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আইসিসি-র বোলিং অ্যাকশন কমিটি সেনানায়েকর অ্যাকশন পরীক্ষা করে।

পরীক্ষায় দেখা গিয়েছে লর্ডসে ইংল্যান্ড-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে-তে চারটি অবৈধ ডেলিভারি করেছিলেন শ্রীলঙ্কার এই অপ-স্পিনার। প্রতিবারই তাঁর কনুই ১৫ ডিগ্রীর বেশি ভেঙেছিলো। যা আইসিসির নিয়মে অবৈধ বলে গণ্য করা হয়।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)