রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে ৪০দিনের কর্মসৃজনের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি হওয়ায় উপজেলা জুড়ে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  এ ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। যেকোন মুহুর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা আশংকা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক ও ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য বিপ্লব আলী ১০জুলাই মঙ্গলবার রাজারহাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪০দিনের কর্মসৃজনের সঞ্চয়ের লেবারদের টাকা দেয়ার সময় উপস্থিত ছিলেন। বিকালে টাকা ভাগাভাগি নিয়ে ওই চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ব্যাংকের নীচতলায় নেমে আসার সময় উভয়ে কিলঘুষি শুরু করে। এতে দু’জনেই আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে আহত দু’জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান আহত মোঃ এনামুল হক বলেন, আগে কোন ওয়ার্ডের লেবারের পেমেন্ট দেয়া হবে তা নিয়ে মেম্বারের সাথে হাতাহাতি।

ইউপি সদস্য বিপ্লব আলী বলেন, টাকা বিতরণের সময় প্রত্যেক লেবারের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতিবাদ করায় আমাকে মারপিট করে। ঘটনার পর পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক এ এ এম খালিদ হাসান বলেন,তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।

(পিএমএস/এসপি/জুলাই ১০, ২০১৮)