স্পোর্টস ডেস্ক, ঢাকা : এক ম্যাচ বাকি মাত্র। রবিবার রাতে আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার ফাইনালের লড়াইয়ের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্বকাপ। এ ম্যাচে মাত্র দু’টি গোল হলেই বিশ্বকাপের কোনো আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়বে এবারের আসর।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ ৬৩ খেলায় মোট গোল হয় ১৭০টি। গড়ে ২.৬৯ গোল। গ্রুপ পর্বে গোল উৎসবের বন্যা দেখা গেলেও নকআউটে এবং পরবর্তী রাউন্ডগুলোতে গোল উদযাপনের হার কিছুটা কমে যায়, তবে ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল এবং সর্বশেষ শনিবার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের জালে তিনবার বল জড়ানোর পর গোলের নতুন রেকর্ডের আভাস স্পষ্ট হয়।

তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল হজম করার সেমিফাইনাল বিশ্বকাপের এবারের আসরে সর্বাধিক গোলের ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৭১টি গোল হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। বিশ্বকাপের কোনো আসরে সর্বাধিক গোলের ওই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে দরকার আর মাত্র ২টি গোল। তবে তার আগে একটি গোল উদযাপিত হলেই সে রেকর্ড ছুঁয়ে দেবে।

বিশ্বকাপের বিংশ আসরে দ্বিতীয় সর্বাধিক গোলের ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যে। ২০ জুনের ওই ম্যাচে গোল হয় ৭টি।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)