বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় এবার ৩ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ জুলাই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বাগেরহাটে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সাংবাদিকদের ওয়ারিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে।

বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মশালায় স্থানীয় ও জাতীয় পত্রিকার ৪০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেয়। বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন উল হাসান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকশী প্রমুখ।

(এসএকে/এসপি/জুলাই ১১, ২০১৮)