স্টাফ রিপোর্টার : রোজার ঈদের পর বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকি মোকাবেলা করা হবে বলে জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমাদের প্রতিরোধে বিএনপির আন্দোলন ভেসে যাবে।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।


সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, ‘ঈদের পর উনি নাকি আন্দোলন করবেন। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা কোনো আন্দোলন করতে পারবে না। ঈদের পর আমরা সচেষ্ট থেকে তাদের নাম চিরকালের জন্য বাংলার মাটি থেকে উৎক্ষাত করব।’

ত্রাণমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের দেখেছেন কি না জানি না। এ কারণে আপনি এখন রাজাকার, আল বদর ও আল শামসদের কমান্ডার। আমি মনে করি, যারা “বাংলাদেশে জিন্দাবাদ” বলে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না।’

মায়া বলেন, ঈদের পর দলকে শক্তিশালী করতে আমরাও মাঠে নামব। সেই সঙ্গে আন্দোলনের নামে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবেল করা হবে।

যেকোনও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে মায়া বলেন, বিএনপির আন্দোলনের জোর জানা আছে। তাই বলে নিশ্চুপ হয়ে বসে থাকলে চলবে না। আমাদের সাংগঠনকে শক্তিশালী করতে হবে। দলকে সুসংগঠতি করতে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আর উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম, সাংগঠনিক সমম্পাদক শাহে আলম মুরাদ, দপ্ত সম্পাদক শহিদুল হক মিলন প্রমূখ।

(ওএস/এটিআর/জুলাই ১৩, ২০১৪)