জামালপুর প্রতিনিধি : হস্তশিল্পের উৎপাদিত পন্যের উপর ভ্যাট আরোপ না করার দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ে স্বারকলিপি দিয়েছে জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতি। বুধবার সকাল ১০টায় হস্তশিল্প ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দ জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের হাতে স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপিতে উল্লেখ করেন, হস্তশিল্প হলো উদিয়মান কুটির শিল্প। স্বল্প পুঁজিতে নারীরা বাসা বাড়ীতে ঘরোয়া পরিবেশে হস্তশিল্পের কাজ করে। মোটা অংকের জামানত দিয়ে মার্কেটে শো-রুম নেয়ার পরিস্থিতি এ শিল্পের এখনো গড়ে উঠেনি। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের উপর ভ্যাট আরোপ করলে শিল্পটির অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত হবে দাবী করেছেন তারা।

জেলা প্রশাসক আহমেদ কবির বলেন, হস্তশিল্প জেলাকে ব্র্যান্ড করা হয়েছে। শিল্পটির অগ্রগতি ধরে রাখতে শুল্ক ও কর বিভাগের কাছে বিষয়টি জানিয়ে ভ্যাট আরোপ না করার জন্য চেষ্টা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা হস্তশিল্প সমিতির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো: আসাদুজ্জামান, সহ-সভানেত্রী দেলোয়ারা বেগম, হস্তশিল্প উদ্যোক্তা ফারজানা রবি, মাহবুবুর রহমান মানিক, মরিয়ম বেগম ও রকিবুর রহমান।

(আরআর/এসপি/জুলাই ১১, ২০১৮)