স্পোর্টস ডেস্ক, ঢাকা : ইতালীয় রেফারি নিকোলা রিৎজলি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আজ রিও ডি জেনিরোর মারকানা স্টেডিয়ামে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তাকে সহযোগিতা করবেন আরো দুই ইতালিয়ান রেফারি রেনেতো ফাবেরানি ও আন্দ্রে স্তেফানি। এই তিন ইতালিয়ান রেফারির সঙ্গে চতুর্থ রেফারি হিসেবে ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ইকুয়েডরের কার্লোস ভেরা।

২০০৭ সালে ফিফার তালিকাভুক্ত ৪২ বছর বয়সী রিৎজলি ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়াও তিনি ২০১০ সালের ইউরোপা ফাইনাল ও ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছেন। রিৎজলি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করা তৃতীয় ইতালীয়।

এর আগে ১৯৭৮ সালে সার্জিও গনেলা এবং ২০০২ বিশ্বকাপে পিয়েরলুইজি কোলিনা ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছেন।

(ওএস/পি/জুলাই ১৩,২০১৪)