গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাঊষা হাসন আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে গবাদি পশুর ভ্যাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

স্বেচ্ছসেবী সংগঠন ‘রাখাল বন্ধু কল্যাণ সংস্থা’-এর উদ্যোগে ও গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস-এর সহযোগিতা বুধবার (১১জুলাই) দিনব্যাপী এই ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রায় ২ হাজার গবাদি পশুকে ভ্যাকসিন দেয়া হয়।

ভ্যাকসিন প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান, রাখাল বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি জনাব মোঃ শাসছুজ্জামান জামাল ও সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুর রহমান, পশু সম্পদ অফিসের ইউএলও আরিফুল ইসলাম।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন রাখাল বন্ধু কল্যাণ সংস্থা জনসেবামূলক বিভিন্ন কাজের অংশ হিসেবে সংগঠনটি আজ গৌরীপুরে গবাদি পশুদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করে। এতে গরুকে এনথ্রাক্স ও ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন দেয়া হয়।

(এসআইএম/এসপি/জুলাই ১১, ২০১৮)